
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করাহয়েছে। ভিক্ষুক পুনর্বাসন কর্মসুচির আওতায় উপজেলা সমাজসেবা বিভাগ ২৫ জনভিক্ষুকের মাঝে প্রত্যেকের ১টি করে ছাগল প্রদান করে। মঙ্গলবার ( ১৯ জুলাই ) উপজেলা পরিষদ চত্বরেএসব ছাগল বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা সমাজসেবা বিভাগ সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেনউ পজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাসেবা কর্মকর্তা জামাল হোসাইন প্রমুখ। আলোচনা শেষে ২৫ ভিক্ষুককের প্রত্যেককে একটি করে ছাগল বিতরণ করা হয়।