

আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ভূল করে পাকিস্তান সীমান্তে চলে গেলেন ভারতের আসামরাজ্যের চড়াইদেও কাকতিবাড়ি থানার অন্তর্গত চেলানগাঁওয়ের মনোজ ওজা। তিনি এক মাস পূর্বে ভারতের রাজস্থানে কাজের জন্য চেলানগাঁওয়ের বাড়ি থেকে গিয়েছিলেন। এক মাস পর ৭ জুলাই ওজা বাড়ির আসার জন্য রওনা দিতে জয়পুর রেলওয়ে স্টেশনে পৌঁছান। লোকটি পথ হারিয়ে পাকিস্তানগামী একটি ট্রেনে উঠেছিল। আইডি কার্ড ও আধারকার্ডের ব্যাগ রেল স্টেশনে পড়ে গিয়েছিল। পরে জয়পুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগে থাকা আধার কার্ড থেকে ফোন নম্বর সংগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে ঘটনার কথা জানতে পারেন তার পরিবারের সদস্যরা। ৮ জুলাই মনোজ ওজা অন্য একজনের মোবাইল ফোন থেকে বাড়িতে ফোন করে জানায় যে সে পাকিস্তান সীমান্তে আছেন এবং তাকে উদ্ধারের জন্য আর্জি জানিয়েছে। এরপর পরিবারের মাঝে দেখা দেয় আতঙ্ক ও দুর্চিন্তা। পরিবারের সদস্যরা কাকতিবাড়ি পুলিশে দ্বারস্থ হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তবে এখনও কোন সন্ধান পাওয়া যায়নি মনোজের।