

তুহিন খন্দকার, ভোলা:
ভোলার লালমোহনে একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেন নসুকে (৪৮) দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড কুলচড়া স্কুলের মোড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত দেলোয়ার হোসেন একই এলাকার মৃত আ: মালেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি চাঁদাবাজি মামলাসহ মোট ৮টি মামলা আদালতে রয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি দল উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউনুস মোল্লা বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন নসুর বিরুদ্ধে লালমোহন থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।