
শান্তনু হাজরা , পশ্চিমবঙ্গ, ভারত:
পূর্ব বর্ধামন জেলার এক প্রান্থ শালা তে সুরহা পান করে অকালে প্রাণ হারলেন ৪ ব্যক্তি, এমনটাই অভিযোগ করছে ৪ পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে নেমেছে রাজ্য পুলিশ। প্রান্থশালা কর্ণধার কে পুলিশ আটক করছে চলছে পূর্ণাঙ্গ তদন্ত।
বিষ মদ্যপান করে মৃত ৪ ব্যক্তিদের পরিচয় হল ,শেখ হালিম বয়স ২৯ , বাহির সর্বমমঙ্গল পাড়ার বাসিন্দা। চিন্ময় দে বয়স ৩৮ , গৌতম মোদক বয়স ৩৬ বর্ধমান বড়বাজার হোটেল মালিক ময়ূর মহল বাড়ি, শেখ সুবরাতি বয়স ৩৫ । এই ৪ বন্ধু মিলে বাবুরবাগ লক্ষ্মীপুর মাঠ জোড়া মন্দির এলাকার জিডি রোড়ের তারামা হোটেলে মদ্যপান করেছিল।
তার পর বড়ি ফিরে আসে ৪ জন মিলে। এরপর একই সঙ্গে ৪ বন্ধুর শারীরিক অসুস্থা দেখা দেয়। পরিবারে সদস্য ভিন্ন ভিন্ন স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য, পরবীর্ততে হাসপাতল কর্তৃপক্ষ মৃত বলে ঘোষণা করে। পরিবারে সদস্যদের অভিযোগ তীর যায় প্রান্থশালা মালিকের দিকে। মৃতের পরিবারের সদস্য হানুফা বিবি জানান যে ২ দিন বাড়িতে কোনো খাবার মুখে দেয়নি হালিম ,
পূর্ব বর্ধমান পুলিস সুপার জানিয়েছেন হাসপতাল কর্তৃপক্ষ থেকে জানতে পারি তাদের কেউ আর বেঁচে নেই। দেহ ময়নাতদন্ত রিপোর্ট পর আরও দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। একাবারে স্বচ্ছ আর পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, রিতীমত প্রান্থশালা মালিক কে আটক করা হয়েছে, হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।