
প্রিন্সএডওয়ার্ড মাংসাং মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের উপজেলা বেরিবাইদ ইউনিয়নে “সৈয়দ আলী বাজার” এলাকায় বনের জমি বেদখল করে রাতের আধারে মাটি কেটে ভরাট করছিল একদল ভূমি দস্যু, বনের জমি বেদখল করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বন কর্মকর্তা অভিযান করেন। ঘটনাস্থলে গিয়ে মাটি বোঝাই ট্রাকসহ যার নাম্বার ঢাকা মেট্রো – ড. ১১-৬১৮৩ হিমন এন্টারপ্রাইজ ট্রাকটি হাতেনাতে ধরে ফেলেন, বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক পালিয়ে যায়। মাটি পাচার কালে মাটি বোঝাই ট্রাকসহ আটক করেছেন মধুপুরের চাড়ালজানী বিটের – রেঞ্জার মুস্তাফিজুর রহমান। তিনি জানান মধুপুর গড়াঞ্চলে রাতের আধারে মাটি কেটে বনের জমি বেদখল ঘটনা দির্ঘদিনের! বেরিবাইদসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে দির্ঘদিন যাবত অবৈধভাবে মাটি ব্যবসার সাথে জরিত মালন্তীনগর গ্রামের মোঃ সোহানুর রহমান (লাল চাঁন) এবং মোঃ মেস্তোফা ফকিরসহ আরো অনেকেই নাম উঠে আসে। রেঞ্জ কর্মকর্তা এই প্রতিবেদককে জানান আমাদের মামলা প্রক্রিয়াধীন। অপরাধী সে যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না। রেঞ্জ কর্মকর্তা জানান ট্রাক আটকের পর থেকেই ভিন্ন প্রভাবশালীদের তদবিরের ফোন আসতে থালেও আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের উপর আস্থা রেখে কাজ করছি বলে জানান মধুপুরের চাড়ালজানী রেঞ্জার – মুস্তাফিজুর রহমান। এই বেপারে মধুপুর নির্বাহী অফিসার শামীমা ইয়াসিনের সাথে কথা বললে উনি বলেন আমি ঘটনা শুনেছি এবং আমাদের কঠোর অবস্থানের কারণে সারা মধুপুর উপজেলায় ফসলি জমি ও খাস জমির মাটি কেটে বিক্রি বন্ধ আছে, তার পরও আমাদের ফাঁকি দিয়ে এই চক্রটি দির্ঘদিন যাবত রাতের আধারে মাটি কেটে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল, আমি এসিএফকে ফোনে জানিয়েছি কোনো ভাবেই যেন ছাড় দেওয়া না হয়।