
পাবলিক ভয়েস বিভাগটি হতে চায় আপনার কথা বলার উন্মুক্ত প্লাটফর্ম। এখানে নির্দ্ধিধায় আপনার সমস্যা আর অভিযোগের কথা তুলে ধরুন, খোলামেলা ভাবেই বলুন বিড়ম্বনা আর বঞ্চণার কথা। পাশাপাশি যে কোনো সামাজিক-রাজনৈতিক ইস্যুতে আপনার মতামত-পর্যালোচনাও গুরুত্বের সঙ্গে এ বিভাগে তুলে ধরার সুযোগ থাকছে। ব্যস্ততার কারণে লেখার সময় না পেলে আমাদের বার্তা কক্ষে ফোন করেও জানাতে পারেন আপনার মতামত। ব্যক্তি আক্রমণহীন বক্তব্য/মন্তব্য অবিকল ছাপানোর ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা স্ট্যাটাস, মন্তব্য, অভিমতসহ নির্বাচিত লেখাগুলো থাকছে এ বিভাগে…
*মন্ত্রীদের টয়লেটেও এসি চলবে…
জুনাইন আল হাবীব: মসজিদে শুধু এসি চলে? মসজিদে এসি বন্ধ করার চিন্তা আসলো কোত্থেকে? বাসা-বাড়ি বা অন্যান্য জায়গার এসির প্রশ্ন আসলো না কেন?
Muhetur Rahman: সরকারি সকল বাসভবনের এসি গুলােও বন্ধ করা উচিৎ।
Md Mofizul Islam Moznu: সরকারি অফিসে চলবে তাে? তাহলেই হবে
Alif Khan: মন্ত্রীদের টয়লেটেও এসি চলবে; মসজিদের এসি বন্ধ হয় হােক এটা কেন, কোনকিছুই সাথে যাবেনা একমাত্র ইমান আমল ছাড়া, আল্লাহকে ভয় করাে এই কথার কারণে ও জাহান্নামী হতে পারাে।
Monjur Ali Shah: মসজিদের এসি শুধুই নামাজের সময় চলে, ৫×১৫= ৭৫ মিনিট এর বেশি নয়।
মসজিদে এসি বন্ধের আগে অবশ্যই সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে এসি বন্ধ করা নিশ্চিত করুন।
আবুল কালাম আজাদ: আর কিছু খুঁজে পেলেন না? মসজিদে এসি চলে কতটুকু সময়? মসজিদ মাদ্রাসা ইসলাম এসবের দিকেই আপনাদের কুনজর কেন? মসজিদ মাদ্রাসার কারণেই আপনারা এখনো ভালো আছেন। নিজের ভালো পাগলেও বোঝে সময় থাকতে এসব বন্ধ করুন
মো মিয়াজি: বিষয়টাকে কিভাবে নিচ্ছে জানিনা অত্যন্ত নোংরা একটা সিদ্ধান্ত হয়েছে মসজিদে 24 ঘন্টা দু ঘন্টা এসি চলে এতেই এত চুলকানি আল্লার লায়ানত তাদের উপর। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক
Mohammad Ripon Bhuiyan: মসজিদের এসিটা বন্ধ করবেন না। মুসল্লিরা শুধু নামাজের সময়টুকুই মসজিদে থাকেন। এটা খুবই অল্প সময়। সেই তুলনায় অনেক বড়ো বড়ো অফিস-আদালত বিল্ডিংয়ে আননেসেসারি লাইট-ফ্যান-এসি চলে। সেগুলো যেন প্রয়োজন অনুযায়ী চলে, প্রয়োজন না হলে বন্ধ থাকে, এটা নিশ্চিত করতে পারলেও অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে।
Muhammad Safiqul Islam: মসজিদে তো পাঁচ ওয়াক্ত নামাজ মিলায়ে সারাদিনে ১ ঘন্টাও এসি চলে না। অন্যদিকে সরকারি-বেসরকারি অফিসে দিনরাত এসি চলে। তাই এসি বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় করতে হলে সবার আগে অফিস-মার্কেটের এসি বন্ধন করা উচিৎ।
নামাজের জন্য এসির প্রয়োজন নাই,এমনকি বিদ্যুৎ না থাকলেও সমস্যা নাই,যারা নামাজ পড়ার তারা ঠিকই নামাজ আদায় করবে। কিন্তু সমস্যাটা হলো এদেশে কিছু হলেই সবার আগের নিষেধাজ্ঞাটা কেন জানি মসজিদের উপর দিয়েই আসে।
MD Tanvir Ahmed Shourav: মসজিদের এসি নিয়ে ঠুকরা ঠুকরি না করে আমলা মামু-কাক্কু’দের এসি টা অফ রাখলেই সব লাইনে চলে আসবে
Mamun Rashid: কেন মসজিদের এসি থেকে কি বিল বেশি আসে??
Md. Mozammel Haque: মসজিদে জনগণ নামাজ পড়ে। তাও সামান্য সময়ের জন্য শুধু নামাজের ওয়াক্তে এসি চলে।
মসজিদের এসি বন্ধ হবে কেন?
জনগণের চাকরদের অর্থাৎ মন্ত্রণালয়/সচিবালয় এবং সবধরনের সরকারি প্রতিষ্ঠানে এসি নিষিদ্ধ করা হোক।
Nir jan: মসজিদের এসিটা বন্ধ করবেন না। মুসল্লিরা শুধু নামাজের সময়টুকুই মসজিদে থাকেন। এটা খুবই অল্প সময়। সেই তুলনায় অনেক বড়ো বড়ো অফিস-আদালত বিল্ডিংয়ে আননেসেসারি লাইট-ফ্যান-এসি চলে। সেগুলো যেন প্রয়োজন অনুযায়ী চলে, প্রয়োজন না হলে বন্ধ থাকে, এটা নিশ্চিত করতে পারলেও অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে।
Zannnatul Mawa: ভারতের দালাল এরা এদেশের মসজিদ আর মাদ্রাসার উপর সব সময় দোষ চাপিয়ে দেয় , মসজিদে এসি চললে সমস্যা আর সংসদে এসি চললে লীলাখেলা
Shahadat Rakib: সকল সরকারি দপ্তরের এসি বন্ধ করা হোক। যেহেতু এটা আমাদের জাতীয় সমস্যায় উপনীত হয়েছে, তখন এটা আমরা সকলে মিলেই মোকাবেলা করবো, কোন সমস্যা নেই! কিন্তু সচিবালয়, মন্ত্রণালয় সহ সকল সরকারি দপ্তরকে লোডশেডিং এর আওতায় রাখতে হবে। আজকে তাদের দূর্নীতির খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে অতএব তাদেরকে লোডশেডিং এর আওতা ভুক্ত করায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেই সাথে তাদেরকে কঠোর নজরদারিতে রাখতে হবে।
Md Mezbaur Sheikh: দুঃখজনক হলেও সত্য বর্তমান কিছু কিছু নিয়ম এমন করতাছে
এগুলা তাদের কাছ থেকে আশা করিনি আমরা
আসলে আমাদের মনে হয় কমনসেন্স এর অভাব আছে
Nazrul Tapader: ভাল কথা আমরাও বিদ্যুৎ সাশ্রয়ের পক্ষে কিন্তু মসজিদে সারাদিনে ৫ ওয়াক্ত নামাজে সর্বসাকুল্যে ২ ঘন্টার মত বিদ্যুৎ লাগবে। এই ২ ঘন্টায় কতটুকু বিদ্যুৎ খরচ হবে? সরকারি-বেসরকারি শত শত সেক্টর-প্রতিষ্ঠান থাকা সত্বেও শুধুমাত্র মসজিদের দিকে নজর পড়েছে। স্পষ্টতই এরা ইসলাম বিরোধি এবং ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
মসজিদে এসি বন্ধ রাখতে হলে সর্বপ্রথম সকল সরকারি অফিস আদালতে এসি বন্ধ রাখতে হবে।
Shohel Sorder: মসজিদের এসি বন্ধ করতে বলেছে। মসজিদ বন্ধের ঘোষণা তো দেয়নি হতাশ কেনো।
Shihab Ahmad: প্রতি ২৪ ঘন্টায় ৫ ওয়াক্ত নামাজে ১২০ মিনিট সময় সর্বোচ্চ ব্যায় হয় এর চাইতে বেশী সময় নয়।
এই ১২০ মিনিট এর বেশী সময় মসজিদে এসি চলে না।
অতছ অফিসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৪৮০ মিনিট এসি চালু থাকে এই বিষয়ে কোনো নিষেধাক্ষা নেই।
বাহ রাষ্ট্র প্রধান বাহ
Molla Saiful: যত চুলকানি মসজিদ নিয়ে,তোমাদের ঘরে ঘন্টার পর ঘন্টা এসি চললেও সমস্যা নেই কিন্তু কয়েক মিনিট এসি মসজিদে চললে সমস্যা।
Kaishar Hamid Kiron: বিদ্যুৎ নিয়েও ইসলাম বিদ্বেষীতা..
মসজিদে এসি বন্ধ থাকলেও মাগার অফিস আদালত মার্কেটে চলবে এসি.!
“এ যেন এক মোদির দেশ”
HM Yousuf Khan: যেখানে বসে এই সিদ্ধান্ত জানানো হয় ,, ওখানের এসি আগে বন্ধ করা হোক,,
Rimon Njr: মসজিদের এসি বন্ধ রাখার সিদ্ধান্ত মূলত অকার্যকর থাকবে, তবে এটা নিয়ে আলোচনা কার্যকর থাকবে! মূল বিষয় ‘ লোডশেডিং ‘ যেটা ধামাচাপা থাকবে।
Mohammad Fazlu: বাংলাদেশ থাকতেই মানুষ শান্তিতে ছিলো। ইউরোপ আমেরিকায় রুপান্তরিত হওয়ার পর অশান্তি বেড়ে গেছে
Hasan Shuvo: মসজিদে এসি বন্ধ রাখার সিদ্ধান্তটা আমার ধারণা ইসলামোফোবিয়াও না, বিদ্যুৎ সাশ্রয়ের জন্যও না। ওটা হচ্ছে নিচের কৌতুকটার মতো: বুশ সাংবাদিকদের মিটিং ডেকে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি ইরাক আক্রমণ করব। এর পরের দশ বছর ধরে ১০ লক্ষ ইরাকিকে আর একজন বাংলাদেশী রিকশাওয়ালাকে হত্যা করব।
সাংবাদিকরা সবাই হইচই শুরু করে দিলো: কেন, কেন? বাংলাদেশী রিকশাওয়ালাকে কেন?
বুশ তার উপদেষ্টাদের দিকে ফিরে বলল, দেখেছ? বলেছিলাম না? ১০ লক্ষ ইরাকিকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই।
Md Nayan Khan: সরকারী সকল অফিস, সচিবালয়, মন্ত্রনালয় সকল বড় বড় দপ্তর ও কার্যালয়গুলোতেও এসি বন্ধ রাখার জন্য অনুরোধ করছি, কারন আমি মনে করি দেশের এমপি মন্ত্রী, এবং আমলারা সবাই দেশপ্রেমিক, বিদ্যুৎ সাশ্রয়ে আপনাদের ভূমিকা প্রশংসনীয় হবে বলে বিশ্বাস করি, তাছাড়া আরো একটি কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এমপি মন্ত্রী ও সরকারী বড় বড় কর্মকর্তা/ আমলাদের বাসাবাড়িতেও এসি বন্ধ রেখে দেশ প্রেমের দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমি বিশ্বাস করি !
Md. Belal Hossain: নাইট ক্লাব, মদের বারে এসি বন্ধ নাকি চলবে? সরকারী ও বেসরকারী অফিস?