
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা কে কেন্দ্র করে ব্যানার ছিড়া ও হামলার ঘটনা ঘটেছে। কলেজের প্রাক্তন ছাত্রী মালতী লতার দলের ব্যানারে কেক কাটায় প্রতিবাদ করেন প্রাক্তন ছাত্রী ও নওগাঁ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা। প্রতিবাদ করায় তার ওপর হামলা করা হয়। পরে লিপি সাহা তার দলবল নিয়ে ব্যানার ছিড়ে ফেলে ও হামলা করে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৭ জুলাই) দুপুরে অত্র কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনায় প্রাক্তন ছাত্রী আইরিন আজিজ বাদী হয়ে অনুষ্ঠানে হট্টগোলকারীদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে লিপি সাহার পক্ষ থেকেও থানায় অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, রোববার ছিল নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের ৫০তম প্রতিষ্ঠা। এ উপলক্ষে কলেজের প্রাক্তন কিছু ছাত্রী কলেজের হলরুমে কেক কাটার আয়োজন করে। কলেজের প্রাক্তন আমেরিকা প্রবাসী নাফিসা নূর সাথী ও আইরিন আজিজ তমা সহ কয়েকজন মালতী লতার দল ব্যানারে কেক কাটার আয়োজন করে।
কলেজের প্রতিষ্ঠা বার্ষিকিতে ব্যক্তিগত ব্যানারে কেন কেক কাটা হবে এ নিয়ে প্রতিবাদ করেন লিপি সাহা বাধা প্রদান করেন। প্রতিবাদ করায় তার ওপর ক্ষিপ্ত হয়ে তারা হামলা করে। পরে লিপি সাহা তার দলবল নিয়ে গিয়ে শিক্ষক সহ অনুষ্ঠানে আগত সবাইকে গালিগালাজ করে। একপর্যায়ে কেক কাটার ব্যানার ছিড়ে ফেলে এবং তাদেরকে মারধর করে।
পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ নওগাঁ সদর থানা পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত করলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে প্রাক্তন ছাত্রী আইরিন আজিজ বাদী হয়ে অনুষ্ঠানে হট্টগোলকারীদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
এ বিষয়ে কলেজের প্রাক্তন ছাত্রী ও নওগাঁ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা বলেন, ‘কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম করবে কলেজ কর্তৃপক্ষ। সেখানে অন্য নামের ব্যানারে সাবেক স্টুডেন্ট সরকারি বি.এম.সি মহিলা কলেজ মালতী লতার দল কেন? ‘
তিনি আরোও বলেন, ‘ব্যানারে মালতী লতার দল কেন লিখা হয়েছে এর প্রতিবাদ করতে গেলে সাবেক মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারি কলি ওপর আমেরিকা প্রবাসী নাফিসা নূর সাথীর হুকুমে আইরিন আজিজ তমা হামলা চালায়। তবে নাফিসা নূর তার হুকুমে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।
আইরিন আজিজ তমা বলেন, ‘আমরা আমাদের মতো কেক কাটার অনুষ্ঠান করছিলাম। কিন্তু লিপি সাহা এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার লোকজন দিয়ে হামলা করে।’
এ বিষয়ে নওগাঁ বিএমসি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান এর সঙে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি।