
নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক পানিরছড়া বারি তল্লা মহেশখালীতে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান পুলিশ। ।
২৪ শে জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে ধরে গোপন সংবাদের ভিত্তিতে হোয়ানক পানিরছড়া বারি তল্লা গহীন পাহাড়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দলের বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর বিভিন্ন যন্ত্রাংশ এবং উপাদানে লেদ মেশিন, দেশীয় তৈরীর অস্ত্রের স্প্রিং, কার্তুজের পিলেট, অস্ত্র তৈরীর লোহার পাইপ, লোহা কাটার বিভিন্ন যন্ত্র, অস্ত্রের কাঠের বাট, বিভিন্ন ধরনের কার্তুজ, কার্তুদের খোসা ও দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে মহেশখালী থানা পুলিশের এর একটি আভিযানিক দল এ সব জব্দ করে।
স্থানীয়দের জিজ্ঞেসাবাদে জানা যায় যেখানে অস্ত্র তৈরি ও বেচা-কেনা হয়। এ কারখানায় তৈরি অস্ত্র চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের কাছে বিক্রি করা হয় এবং উক্ত অস্ত্র এবং মাদক কারখানার সাথে স্থানীয় রবিউল হোসেন প্রঃ রবি (৩৫), মনির (৩০), মানিক ( ৩৫) জড়িত আছে প্রাথমিক তথ্যে গণমাধ্যম’কে জানান। এলাকার লোকজন ভয়ে মুখ খুলছে না কতদিন।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান এই ব্যাপারে পৃথকভাবে অস্ত্র এবং মাদক আইনে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে এলাকাবাসী জানিয়েছেন, তাদের নির্যাতন সহ্য করা যায় না জীবনের ভয়ে অত্যাচার সহ্য করতাম তাদের আটকের পর একটু স্বস্তি পাবে বলে জানান।