

খোন্দকার আব্দুল্লাহ বাশার।:
ঝিনাইদহের মহেশপুর থেকে ৪৫০ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল ও দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার রাজাপুর বড়বাড়ী টু যাদবপুর রাস্তার পাশে বাহার ইট ভাটার পিছন থেকে ফয়জুর রহমান (২৮)কে আটক করেন। সে বেদবাড়ীয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
মাদক উদ্ধারের বিষয় জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে অবৈধ মাদকদ্রব্য আসছে এমন গোপন সাংসদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪৫০ বোতল ফেন্সিডিল ও দুই কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয়। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।