
আসামপ্রতিনিধিঃ সুজন চক্রবর্তীঃ
মাদক পাচারকান্ডে জড়িত থাকার সন্দেহে এক মহিলাকে আটক করে ভারতের আসামরাজ্যের করিমগঞ্জজেলার পাথারকান্দি পুলিশের হাতে সমঝে দিলেন স্থানীয় জনতা। বতর্মানে তাকে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছেন ওসি।
জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষীপুর বাজারে মিতা কালোয়ার নামের এক মহিলা মাদক পাচারসহ অন্যান্য অসামাজিক কাজে জড়িত রয়েছেন বলে অভিযোগ। এনিয়ে এলাকার জনগণ মিতার প্রতি ব্যাপক ক্ষোভ পঞ্জিভূত হচ্ছিল অনেকের মধ্যে। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে সোমবার দুপুরে স্থানীয় মহিলারা সম্মিলিতভাবে অভিযুক্ত মিতাকে কয়েকটি মাদকের কৌটাসহ হাতেনাতে পাকড়াও করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিতাকে নিজেদের জিম্মায় নেয়।
এব্যাপারে থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি সাংবাদিকদের জানান, পুরো বিষয়টি পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।