
স্টাফ রিপোর্টার, রাজশাহী :
রাজশাহীতে এক বাড়িতে মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়েছেন র্যাব-৫ এর সদস্যরা। তবে অভিযান চালিয়ে বাড়িটিতে মিলেছে অস্ত্র। এ সময় র্যাব বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে।
রোববার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি নগরীর রামচন্দ্রপুর মহল্লায় এ অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আল রিয়াদ (৩০)। তিনি রামচন্দ্রপুর মহল্লার বাসিন্দা। তাঁর বাড়ি থেকে র্যাব একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি ও একটি লোহার হাতুড়ি জব্দ করেছে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, মাদক থাকার খবরে অভিযান চালানো সময় রিয়াদের বাড়িতে অস্ত্র পাওয়া গেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।