
বগুড়া ব্যুরো :
রোববার রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুন মাসে বিভাগে শ্রেষ্ঠ জেলা হিসেবে বগুড়া নির্বাচিত হয়েছে। বেলা ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে এ সভা হয়।
জানা যায়, গত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনায় সভায় বিভাগে সেরা পুলিশ সুপার বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, সেরা সার্কেল অফিসার বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, সেরা ভারপ্রাপ্ত কর্মকর্তা বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, সেরা তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর জাহিদুল হক, সেরা এসআই বগুড়া জেলার শাজাহানপুর থানার এসআই রফিকুল, সেরা এএসআই বগুড়া সদর থানার এএসআই ডন বর্মন।
সভায় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। সভার শুরুতেই সভাপতি মহোদয় সার্বিক কার্যক্রমের উপর রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত), ওসি ও সার্কেল অফিসারদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। উল্লেখ্য জুন ২০২২ মাসে বগুড়া জেলা রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম টানা ৪র্থবার বিভাগে সেরা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।