
ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম ব্যুরো :
মিরসরাইতে দিদারুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ নং সাহের খালী ইউনিয়নের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষা উপকরন বিতরন করা হয়। বুধবার (৮ মার্চ) সাহের খালী ইউনিয়নের পূর্ব সাহের খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সাহের খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামাল সফি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধ্য ডোমখালী নাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।
গজারিয়া গ্রামের গনি আহম্মদ মুহুরী বাড়ীর মরহুম আবুল কালামের পুত্র এ.এস গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর দিদারুল ইসলাম তার নিজ গ্রামে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়ন ও উন্নত এলাকা গড়ার লক্ষ্যে ২০১৯ সালের জানুয়ারি মাসে দিদারুল ইসলাম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
শিক্ষা উপকরণ বিতরন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং সাহের আলী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী। এতে সভাপতিত্ব করেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজে সর্বাত্মক সহযোগীতা করবেন বলে জানান।