

বিশাল রহমান, ঠাকুরগাঁও থেকেঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঠাকুরগাঁও পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, বিশিষ্ট সমাজেসেবক আকবর হোসেন (৮৯) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে — রাজিউন)।
১২ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন। আগের দিন তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয। পরে রেফার্ড করা হয় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে।
তিনি আত্মীয়স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ঠাকুরগাঁও শহরের আর্টগ্যালারীর মোড় নিবাসী জনাব আকবর হোসেন ছিলেন অকৃতদার।
আকবর হোসেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের ইসলামপুরে শরণার্থী ক্যাম্পের দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আকবর হোসেন ভারতীয় প্রশাসন ও বাংলাদেশ সরকারের তৎকালীন অস্থায়ী সরকারের সাথে যোগাযোগ করে মুক্তিযুদ্ধের কৌশল নির্ধারণসহ বাংলাদেশি তরুন ও যুবকদের একত্রিত করে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তিনি ঠাকুরগাঁও পৌরসভার একজন সফল নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি একসময় মঞ্চনাটকে ও চলচিত্রে অভিনয়ও করেন। চিত্র নায়ক ও পরিচালক রহমান পরিচালিত দরশন ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। তিনি ঠাকুরগাঁও নাট্যসমিতির একজন সদস্য ছিলেন। সর্বশেষ তিনি জেলা আওয়ামীলীগের একজন উপদেষ্টা ছিলেন। ছিলেন একজন ক্রীড়া সংগঠকও।
১২ জুলাই মঙ্গলবার বাদ আছর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা ও সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গীহাটের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেক কোরাইশী,সাধারন সম্পাদক দীপক কুমার রায়,সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি নাজমুল হুদা শাহ্ এপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুজাহিদুর রহমান শুভ,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুতফর রহমান মিঠু,সাংস্কৃতিক সংগঠক মাসুদ আহম্মেদ সুবর্ণসহ বিভিন্ন রাজনৈতকি দলের জেলা নেতৃবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন।