

খোন্দকার আব্দুল্লাহ বাশারঃ
ঝিনাইদহ-৩ আসনের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজের বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নেওয়াজ পন্থি আওয়ামীলীগের নেতা কর্মীরা।
মঙ্গলবার দুপুরে মহেশপুর মাইক্রো স্টান্ডে বঙ্গবন্ধু পাঠচক্রের সামনে নবী নেওয়াজের নেত্রীত্বে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবেক সংসদ ও বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ বলেন ঈদের পরের দিন সোমবার সন্ধায় নিজ বাসভবনে নেতা কর্মীদের নিয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছিলাম এমন সময় হঠাৎ করে একটি শ্রেনী যারা মহেশপুরের মাটিতে দখলদারিত্তে শুরু করে হুমকি ধামকি দিয়ে মানুষকে দাবিয়ে রাখতে চায় এই মহেশপুরের মানুষ যাতে ভয় পায় অথবা আমাকে দাবিয়ে রেখে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় লাঞ্চিত করেছে সেই তারাই গতকালকে আমার বাসায় ঢুকে আমার যারা লোকজন ছিল তাদেরকে লাঞ্চিত করেছে আমি জানতে পেরেছি তারা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এসেছিল। যারা একক রাজত্ব কায়েম করার জন্য পরিবার তন্ত্র করার জন্য এই মহেশপুরের মাটিতে যেই পরিবেশ তৈরী করতে চায় বা এই সন্ত্রাসীদের যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে আমার এই প্রতিবাদ।