
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন তেবাড়িয়া রেলগেট এলাকায় মোবাইল ফোনে কথা বলে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মাহফুজ হোসেন লাল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত লাল নাটোর শহরের লেঙ্গুরিয়া বিহারীপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় বরিবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মাহফুজ হোসেন লাল রেললাইন দিয়ে হেঁটে মোবাইলে কথা বলতে বলতে নাটোর তেবাড়িয়া রেলগেট অতিক্রম করে স্টেশন বাজার এলাকায় এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল। এ সময় রংপুরগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।