
এস.এম.মনির হোসেন জীবনঃ
জুয়া খেলায় বাধা প্রদানের অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীতে সোমবার বিকাল ৫টায় একদল দুর্বৃত্ত পুলিশের সোর্সকে ধারালো অস্ত্রাঘাতে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম আশরাফুর রহমান মোল্লা (৫৩)। তিনি যাত্রাবাড়ীতে মাছের ব্যবসা করতেন। নিহত আশরাফুর বরিশাল জেলার গৌড়নদী উপজেলার মহিষা গ্রামের মৃত তোফায়েল আহমেদ মোল্লার পুত্র। বর্তমানে স্ত্রী হোসনে আরা ও তিন মেয়ে এক ছেলেকে নিয়ে ৮৪/৭/খ যাত্রাবাড়ি বিবির বাগিচা এলাকায় থাকতো।
নিহতর শ্যালক মিজান অভিযোগ করে জানান, যাত্রাবাড়ি আড়তের পাশে শ্যামল (৩৫)সহ কয়েকজন মাছের আড়তের পাশে নিয়মিত জুয়া খেলতো। রোববার আশরাফুর তাদের আড়তের পাশে জুয়া খেলতে নিষেধ করে। এ নিয়ে জুয়াড়িদের সঙ্গে তর্কবিতর্ক ও বাকবিতণ্ডা হয় সোর্স আশরাফুরের। আজ সোমবার আড়তের পাশেই আশরাফুরকে একা পেয়ে শ্যামলসহ কয়েকজন মিলে তার পেটে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে কৌশলে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকমান খান জানান, আশরাফুর রহমান আগে মাছের ব্যবসা করতেন। বিকালে যাত্রাবাড়ী কাচকি মাছের আড়ৎ এলাকায় দাঁড়িয়েছিলাম। সেখানে শ্যামল (৩৫) নামে এক বখাটে তার বুকে আঘাত করে।
নিহতের ছেলে মেহেদী হাসান জানান, গতকাল শ্যামল ও কয়েকজন জুয়া খেলছিল। আমার বাবা তাদের বাঁধা দিয়েছিলেন। সে কারণে এই ঘটনাটি ঘটাতে পারে বলে ধারণা করি। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।
অপরদিকে, সোমবার রাতে যাত্রাবাড়ী থানার (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দৈনিক দেশবাংলাকে বলেন, নিহতের পরিচিত শ্যামল নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে এবং শ্যামলকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।