
জেলা প্রতিনিধি, গাইবান্ধা.
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মিলন মিয়া (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত
মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ জুলাই) উপজেলার বামনজল গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মিলন মিয়া ওই গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, মিলন মিয়া কয়েক বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
তখন থেকেই চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছিল। গত শুক্রবার উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে হাসপাতাল থেকে তাকে বাড়িতে
নিয়ে আসা শনিবার ভোরে তার ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো
অবস্থায় মরদেহ দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত
মরদেহ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এমএ আজিজ বলেন, ঝুলন্ত
অবস্থায় মানষিক ভারসাম্যহীন ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
মর্গে পাঠানো হয়েছে।