সম্পর্কিতপোস্ট


এম কামাল উদ্দিন, পার্বত্য অঞ্চল অফিসঃ
দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা চ্যানেলের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তি যোদ্ধা নুরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে যুগান্তর জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল। প্রধান অতিথি বলেন, মরহুম নুরুল ইসলাম ছিলেন একজন বিশিষ মুক্তি যোদ্ধা ও দেশের অন্যতম শিল্পপতি। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ দুটি মিডিয়ার মালিক। যমুনা টিভি ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশব্যাপী সুনাম রযেছে। এই দুটি মিডিয়া প্রতিষ্ঠানে হাজার হাজার সংবাদকমীদের কর্মসংস্থান হয়েছে। তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এ পেশার প্রতি যথাযথ সম্মান রেখে এবং লোভ লালসাকে বাদ দিয়ে সুনামের সহিত আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা এমন কোন কাজ করবো না যেন কেউ আঙুল নেড়ে কথা বলার সাহস না পায়। সব সময় আমরা একতাবদ্ধ থাকার চেষ্টা করবো। সময় টিভির জেলা প্রতিনিধি হেফাজতুল বারী সবুজের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক নুরুল আবছার, চৌধুরী হারুন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ আরো অনেকে। বক্তারা মরহুম বীর মুক্তিযোদ্বা ইসলামের জীবনীর উপর বিশেষ ভাবে আলোকপাত করেন। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।