
আসাম প্রতিনিধিঃ সুজন চক্রবর্তী ঃ
ভারতের আসামরাজ্যের হাইলাকান্দি জেলার রাঙ্গাউটি জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনের ঘর বন্টনের ক্ষেত্রে কেলেঙ্কারি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। জিপি সভানেত্রী জুহি আক্তার চৌধুরী এবং তার স্বামী আফজাল হোসেন চৌধুরী সহ মোট ৫ জনকে অভিযুক্ত করে হাইলাকান্দি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করলেন জিপির ৩নং গ্রুপের প্রাক্তন সদস্য নিমার আলি লস্কর। বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে ভুক্তভোগী নাগরিকদের নিয়ে ক্ষোভের সঙ্গে নিমার আলি লস্কর জানান, অভিযুক্ত জিপি সভানেত্রী জুহি আক্তার চৌধুরী এবং তার স্বামী আফজাল হোসেন চৌধুরী সহ অন্যান্য অভিযুক্তরা মোটা অংকের টাকার বিনিময়ে প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করে অন্যান্য ব্যক্তিদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মঞ্জুর করেন। তিনি বলেন, রাঙ্গাউটি জিপির অন্তর্গত ভিসিংসা দ্বিতীয় খন্ডের ৩ নং গ্রুপের মোট ৭টি পরিবারে পিএমএওয়াই এর ঘর বন্টনের ক্ষেত্রে প্রায় ১০ লক্ষ টাকার কেলেঙ্কারি হয়েছে। তিনি এই কেলেঙ্কারিতে যুক্তদের অতিসত্বর তদন্তক্রমে আইনের আওতায় এনে গ্রেফতার করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন। উল্লেখ্য, অভিযুক্তদের মধ্যে বাকিরা হলেন জিপি সচিব বজলুর রহমান বড়ভূইয়া, জিপি জুনিয়র ইঞ্জিনিয়ার রাজেশ পাল ও জিপির কো- অর্ডিনেটর জামাল উদ্দিন লস্কর।