
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী :
রাঙ্গামাটির পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী সকল প্রার্থী এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজস্থলী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের এই উপনির্বাচন আইন শৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ।
তিনি বলেন, ইভিএম পদ্ধতির মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যতামূলক নির্বাচন করার জন্য আমরা সকলেই বদ্ধপরিকর। সরকার ইভিএম পদ্ধতির মাধ্যমে শতভাগ স্বচ্ছ নির্বাচন করার ব্যাপারে দৃঢ় সংকল্প। তাই কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার কোন সুযোগ নেই।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার উৎপল বড়ুয়া সভার শুরুতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর বিষয়ে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে সকল প্রার্থীদের অবহিত করেন এবং সভায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সকলকে আশ্বাস প্রদান করেন।
তিনি নির্বাচনী আচরণবিধি প্রার্থীদের সামনে তুলে ধরেন এবং বলেন, কেউ পেশীশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করতে চাইলে সাথে সাথে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।
সভায় চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম বলেন, একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য পুলিশ বাহিনী সবসময় প্রস্তুত আছে। নির্বাচনে কেউ আইন-শৃঙ্খলা লঙ্ঘন করলে তাঁকে আইনের আওতায় আনা হবে।
এইসময় রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, আনসার ভিডিপি কর্মকর্তা আবদুস সাত্তার, এবং রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, আগামী ১৬ই মার্চ ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাধারন সদস্য পদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই উপনির্বাচনে মোট ৫ জন সাধারণ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন টিউবওয়েল প্রতীকে কাইয়ুম হোসেন মিরাজ, মোরগ প্রতীকে শাহেদ হোসেন মাসুম, ফুটবল প্রতীকে মোঃ আব্দুল জব্বার, আপেল প্রতীকে মোঃ ছিদ্দিক মোল্লা, তালাচাবি প্রতীকে আবুল কাশেম।