
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তী:
আসাম রাজ্যের গুয়াহাটি রেলস্টেশনে বিপুল পরিমাণ সোনা আটক করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, শুক্রবার যোরহাটের নিমাতিঘাট থেকে বাসে করে গুয়াহাটি রেলস্টেশনে সোনা আনা হয়। সোনার বিস্কুট গুলো গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে ট্রেনের ডি-৫ বগিতে থাকা সোনার বিস্কুটগুলো আটক করেছে পুলিশ। চোরাকারবারি তার কোমরের বেল্টের নিচে সোনার বিস্কুট লুকিয়ে রেখে ছিল। পুলিশ পাচারকারী বিশাল নামে জনৈক যুবককে আটক করেছে। সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা হবে বলে জানা যায়।