
স্টাফ রিপোর্টার, রাজশাহী :
রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৬ জুলাই ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।
জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী থানা ২ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ১ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ২ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও ১ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
এছাড়া মোহনপুর থানা পুলিশ মোঃ তোফাজ্জল হোসেন ওরফে তোফা (৩৫) নামে এক ব্যক্তি কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।