রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে কারিতাসের উদ্যোগে পুকুর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ৯ই মার্চ বৃহস্পতিবার সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস রাজস্থলী উপজেলা অফিসের উদ্যোগে উপজেলার ঘিলামুখ আমতলী পাড়ায় এলাকাবাসির আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার লক্ষ্যে পুকুরের পূনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, পাড়া কারবারি কালাইয়া তংচংগ্যা, প্রকল্পের সুফলভোগীসহ স্থানীয় এলাকাবাসি।