
খাগড়াছড়ির রামগড়ে চলছে বালু নাশকতা। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট পিলাক ঘাট এলাকায় অবৈধ বালু মহাল গড়ে পরিবেশ প্রতিবেশকে বিপন্ন করে তুলেছে। তাদের বেপরোয়া অপকর্মে ধ্বংস হচ্ছে সরকারি সম্পদ ব্রিজ, কালভার্ট, পাকা রাস্তাসহ নানা অবকাঠামো। সকলের চোখের সামনে খাল নদীতে ড্রেজার লাগিয়ে রাত দিন অবৈধভাবে বালু উত্তোলন করে তা বন জুড়ে স্তুপাকারে রাখা হচ্ছে। বালুর এ স্তুপজনিত কারণেই শত শত সেগুনসহ নানাবিধ গাছপালায় মড়ক লেগেছে। এসব ব্যাপারে বারবার অভিযোগ তোলা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা হয়। তবে কোটি টাকার অবৈধ বালু বাণিজ্য আর বেশুমার বনজ সম্পদ ধ্বংসের বিপরীতে হাজার হাজার টাকা জরিমানা করা হলেও তা থোরাই কেয়ার হচ্ছে।
———-রামগড় থেকে নিজস্ব প্রতিবেদক।