

আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তী ঃ আসাম মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ১৫ জুলাই বরাকে আসছেন না। আগামী ১৮ জুলাই ভারতের সর্বোচ্চ নাগরিক বাছাইর জন্য ভোটাভুটি। এই সময়ে তাই তাঁর বরাক উপত্যকা সফরে আসা সম্ভব হচ্ছে না। শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় সাংবাদিকদের জানিয়েছেন, এই নির্বাচন পর্ব ফুরিয়ে গেলেই মুখ্যমন্ত্রীর বরাক সফরের দিনক্ষণ ফের চূড়ান্ত হবে। আর তখন শিলচরের চানমারিতে অনির্বাণ দে’র বাড়িতে নিমন্তন্ন রক্ষা করবেন তিনি। সাংসদের কথায়, দিনকয়েকের মধ্যে তিনবার বরাক সফর করে গিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা। চতুর্থ বার এখনই আসা সম্ভব না হলেও তিনি প্রতিনিয়ত তাঁর কাছ থেকে বরাক উপত্যকার বন্যা এবং বন্যা পরবর্তী অবস্থার খবরাখবর নিচ্ছেন।