
শান্তনু হাজরা, কলকাতা , ভারতঃ
গতকাল ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব, ভোট প্রক্রিয়া শুরু হয় সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত।
সমগ্র ভারতের রাজনৈতিক মহল তাকিয়ে ছিল বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্ধোপ্যাধায়ের দিকে । দুপুর ২ নাগাদ নবান্ন থেকে বিরিয়ে রাজসভায় যান মূখ্যমন্ত্রী উনার সফর সঙ্গী ছিলেন বঙ্গের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম । বিকেল ৩ টা ৩৩ মিনিটে নিজ ভোট দান করেন, ৪ টা নাগাদ বেরিয়ে যান।
পশ্চিমবঙ্গ থেকে ২৯৪ জন বিধায়ক রাজ্যসভার সদস্য ও দিল্লীর লোকসভার পার্লামেন্টের ৪২ সদস্য ভোট দান করেন রাজ্যসভা থেকে।
এর মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছিল ২১৫ বিধায়ক লোকসভার সদস্য ২২ ,পরবর্তীতে ৬ বিধায়ক তৃণমূলে যোগদান করে বিজেপি থেকে। অপরদিকে ভারতীয় জনতা পার্টির ৬৮ বিধায়ক বর্তমান আর লোকসভার সংসদ ১৮।
গোটা বিশ্বতাকিয়ে আছে ভারতের ১৬ তম রাষ্ট্রপতি কে হচ্ছে। ২১ জুলাই নির্ধারণ হবে গণনার মাধ্যমে।
অন্যদিকে ভারতীয় দিল্লীর গণমাধ্যমের রির্পোট অনুয়ায়ী ৫,২,৩৪৩ ভোটার মধ্যে ৭০% ভোট কিন্ত এনডিএ প্রার্থীর দ্রৌপদী মুর্ম দিকে পড়ছে।
অপরদিকে বঙ্গ থেকে ইউপিএ প্রার্থীর যশবন্ত সিনহার দিকে ভোট গেছে ১০% এর বেশি ,কারণ স্পস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপ্যাধায়ের মনোনীত প্রার্থী।