
বিনোদন ডেস্কঃ
আমি তোমার ভবের পাগল ও মনের ঘরে মনের বসত, পর্দা আমার চোখে শিরোনামে নতুন দু’টি গানে কন্ঠ দিয়েছেন শামসুল আলম বয়াতী।
গীতিকার রাহুল রাজ এর কথায় সংগীত পরিচালনা করেছেন শিমুল দ্বীপ বিজন। আধ্যাত্মিক বাউল ঘরোনার এই দুই গানের সুর করেছেন শিল্পী নিজেই।
শামসুল আলম বয়াতী জানান, দুটি গানের কথা গুলো খুব চমৎকার। প্রতিটি শব্দ মন ছুঁয়ে যায়। দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহারে গান দু’টি সবার মন ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস।
সংগীত পরিচালক শিমুল দ্বীপ বিজন জানান, আমি তোমার ভবের পাগল ও মনের ঘরে মনের বসত গান দু’টি বাংলা গানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে এবং যুগ যুগ মানুষের অন্তর গেঁথে থাকবে। শ্রোতা প্রিয় হবার জন্য একটি গানের কথা, সুর ও কম্পোজ মূল ভূমিকা রাখে। আমি বিশ্বাস করি এই গানের সেই তিন গুণ বর্তমান। শামসুল আলম বয়াতী মূলত বাউল শিল্পী। এই গান গুলোর জন্য অনেকের মধ্য থেকে তাকে খুঁজে বের করা হয়েছে। দীর্ঘদিনের কষ্টের ফলে শ্রোতারা ভাল কিছু পাবে বলেই আমার বিশ্বাস।
ইতোমধ্যে গান গুলোর স্টুডিও ভার্ষণ রেকর্ড শেষ হয়েছে। খুব শিগ্রই গান দুটি কাব্য বিলাস ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।