
সুজন চক্রবর্তী, আসাম,ভারতঃ
আজব কান্ড! ফ্লাড রিলিফের ব্যানার লাগিয়ে টমোটো ও পিয়াজের আড়ালে অবৈধ ইউরিয়া সার সরবরাহ। এমন এক কান্ড আসামরাজ্যের কাছাড়জেলার অন্তর্গত দিগরখালের কম্বাইন্ড চেক গেটে ধরা পড়েছে। রাজ্যের বতর্মান বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে অবৈধভাবে সার পাচার করতে গিয়ে ধরা পড়ে যায়। শুক্রবার রাতে দিগরখাল চেক গেটে সার পাচারকারীর একটি লরি আটক করা হয়। কিন্তু সুযোগ বুঝে গাড়িচালক পালিয়ে যেতে সক্ষম হয়। এতে ফের চক্রটি সক্রিয় হয়ে উঠেছে তার প্রমাণ। গত কয়েকদিনে কম্বাইন্ড গেটে বেশ কয়েকটি লরি ধরা পড়ে। নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে সার পাচার করতে চাইলেও পুলিশ ও দিগরখাল কম্বাইন্ড চেক গেইটের এনফর্সমেন্ট কর্মকর্তারা তা ভেস্তে দিচ্ছে। এদিন রাতে এএস ০১ এনসি ৭০৭২ লরিটি আটক করা হয়