
শেখ মাহাবুব আলম, খুলনা ব্যুরোঃ সারা দেশের ন্যায় খুলনা রুপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে ও এসজিসি টেকনিক্যাল এন্ড বিএম কলেজে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হলো। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত।
এ উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন অত্র উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুজ্জামান মিজান ও অত্র কলেজের প্রিন্সিপাল ইল্লোল মূখার্জী । অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’ মন্ত্র উচ্চারণ করে দেবীর চরণে আজ প্রণতি জানান তারা।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী-অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। প্রতি বছরের মতো এবারও এ বিদ্যালয় সরস্বতী পূজার আয়োজন করেছে। সকালে অর্চনা, অঞ্জলি প্রদান, হাতেখড়ি ও প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও হলজুড়ে বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের বিদ্যার্থীরা পূজার আয়োজন করে।
এ সময় উক্ত পূজা মন্ডপে উপস্হিত ছিলেন ৫নং ঘাটভোগ ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল ইসলাম নন্দু, আবু সালেহ , দ্বিবাংসু মালাকার ,মহিলা ইউপি সদস্য বিনোদীনি মালাকার ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষকা ও সকল ছাত্রছাত্রীবৃন্দ।