
শান্তনু হাজরা ,পশ্চিমবঙ্গ ভারত:
ধানবাদে রেলওয়ে আন্ডার পাস(রেলপুল) ভেঙে পড়ার পর ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। চলাচলে বিঘ্ন ঘটায় অনেক ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ট্রেনের রুট পরিবর্তনের কারণে যাত্রীরা চরম ভোগান্তীর শিকার ।
প্রধানখাঁটা স্টেশন সংলগ্ন ছাত্তাকুল্লিতে আন্ডার পাস নির্মাণের সময় দুর্ঘটনার পর এই রেললাইনে যান চলাচল বন্ধ রয়েছে। বিঘ্নিত হওয়ার প্রভাব পড়েছে ধানবাদ রেলস্টেশনেও। দুর্ঘটনার খবর পাওয়ার পর স্টেশনে যাত্রীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। স্টেশনের অনুসন্ধান কাউন্টারে যাত্রীদের ভিড়। ট্রেনের তথ্যের জন্য, যাত্রীদের মধ্যে হট্টগোল হয়েছিল, এই বিভাগে চলা অনেক ট্রেন রেলওয়ে স্থগিত করেছে। এর পাশাপাশি এই সেকশন দিয়ে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশন থেকে সরিয়ে অন্য রুটে চালানো হচ্ছে। এ কারণে যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করছে।
দুর্ঘটনার পর অনেক ট্রেনের রুট বদল হয়েছে
বাতিল হওয়া ট্রেনের নাম গুলি হল,
১৩৩০১: স্বর্ণ রেখা এক্সপ্রেস
০৩৩২৪: সিন্দ্রি টাউন এক্সপ্রেস
এই ট্রেনের রুটে পরিবর্তন:
১২৩০৮হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: গয়া, কিউল এবং ঝাঝা রুটে যাবে।
১৩০১০: দুন এক্সপ্রেস: গয়া, কিউল এবং ঝাঝা রুট দিয়ে যাবে।
১২৩১২: নেতাজি এক্সপ্রেস: গয়া, কিউল এবং ঝাঝা রুটে যাবে।
১২৩১৪: সিয়াদল রাজধানী এক্সপ্রেস ডিডিউই , পাটনা, ঝাঝা রুট হয়ে যাবে।
১২৩০২: হাওড়া রাজধানী এক্সপ্রেস ডিডিউই, পাটনা, ঝাঝা রুট হয়ে যাবে।
১৩০৯২: দুন এক্সপ্রেস আসানসোল, ঝাঝা, পাটনা এবং ডিডিইউ রুটে ভ্রমণ করবে।
১২৩১১: কালকা মেল: আসানসোল, ঝাঝা, পাটনা এবং ডিডিউই রুট দিয়ে যাবে।
১২৯৮৭: আজমির এক্সপ্রেস: আসানসোল, ঝাঝা, পাটনা এবং ডিডিইউ রুটে যাবে।
১২৩০৭:যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস আসানসোল, ঝাঝা, পাটনা এবং ডিডিইউ রুটে ভ্রমণ করবে।
১২৩২১: হাওড়া যাবে মুম্বাই মেল, আসানসোল, ঝাঝা, পাটনা এবং ডিডিউই রুটে।
৪ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ডিআরএম আশিস বনসাল, সহকারী কমান্ড্যান্ট আরপিএফ ও জিআরপি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যস্ত।