
সরিষাবাড়ি জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়িতে আব্দুল আলিম(৩৬) নামে এক চিহ্নিত টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ি রেলওয়ে পুলিশ।
রবিবার বিকালে উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলিম তারাকান্দি পশ্চিমপাড়া এলাকার রসূল মাহমুদের ছেলে।
সরিষাবাড়ি রেলওয়ে থানার ইনচার্জ মুজিবুল হক খান জানান, সরকারি নির্দেশনা মোতাবেক টিকিট কালোবাজারি রুখতে গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দি রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আব্দুল আলিম নামে এক চিহ্নিত টিকিট কালোবাজারিকে আটক করে তার দেহ তল্লাশি করলে ১৭, ১৮ এবং ২০ জুলাই তারিখের মোট ২৪ টি আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে জামালপুর রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।