
নিজস্ব প্রতিবেদক:
ক্রেতাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অনেকে ভাবে সামনে রমজান মাস, তার আগেই এক মাসের জন্য সবকিছু কিনে নিতে হবে। এ রকম হলে তো সাপ্লাইটা ঠিকমতো থাকে না। কারণ সাপ্লাইটা একটা নিয়মের মধ্যে চলে। প্রতিদিন, প্রতি সপ্তাহে একটা নিয়মের মধ্যে সাপ্লাই চলে। ক্রেতারা যেন এ বিষয়ে একটু কম্প্রোমাইজ করেন। যার যতটুকু লাগবে, সে ততটুকু নিলেই হয়।
মঙ্গলবার (১৪ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।