
আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
আসাম মুখ্যমন্ত্রী নির্দেশ ও পুলিশি তৎপরতায় বিগত কয়েকমাস বন্ধ থাকলেও ফের অবৈধ ব্যবসা রমরমা হয়ে উঠেছে। অবৈধভাবে দেশি-বিদেশি সামগ্রী আদান প্রদান করতে একের পর এক ধরা পড়ছে পুলিশের জালে। মশার কয়েল ও বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করার ৪৮ ঘন্টা পার হতে না হতেই ফের বিপুল পরিমানের বিলাতি মদ বাজেয়াপ্ত করল আসামরাজ্যের কাছাড়জেলার ধলাই পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে একটি মিনি লরি থেকে বিলাতি মদ উদ্ধার করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ মনোজ পাঠকের নির্দেশে বৃহস্পতিবার আসামরাজ্যের কাছাড়জেলার ধলাই পুলিশের একটি দল ৩০৬ নম্বর জাতীয় সড়কে একটি মিনি ট্রাকের পিছু ধাওয়া করে ট্রাকটিকে আটক করেন। পুলিশি তল্লাশিতে বেরিয়ে আসে আলু ও পেঁয়াজের আড়ালে মিনি ট্রাকটিতে বিভিন্ন প্রকারের প্রচুর পরিমাণে বিলাতি মদ। পুলিশ যখন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল ঠিক সেই সময়ে সুযোগ বুঝে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক ও খালাসি। পুলিশ তাদের পিছু ধাওয়া করে পাকড়াও করতে সক্ষম হয়। ধৃতরা হলো ট্রাক চালক সোনাই বিধানসভা এলাকার বাগপুরের বাসিন্দা শহিদুল আলম চৌধুরী ( ২৯) ও খালাসি একই বিধানসভা এলাকার নগদীরগ্রামের বাসিন্দা রহিত আলম লস্কর ( ১৯)। পুলিশ মিনি ট্রাকসহ চালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে আসে। এএস ১১- ডিসি ৬২৬৩ নম্বরের মিনি ট্রাকটি থেকে বিভিন্ন প্রকারের মোট ৫৫ কার্টুন মদ উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত মদের কার্টুন গুলো আবগারি বিভাগের কাছে সমঝে দেওয়া হবে বলে জানিয়েছেন ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ পাঠক।