
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বারোহাত চামুণ্ডা কালী মন্দির প্রাঙ্গণে গুরু পূর্ণিমা পালন ২০২২ এবং আদিগুরু পিতা-মাতা ও শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন উপলক্ষে গুরুতত্ত্ব আলোচনা সভা ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জুলাই) বিকাল ৩টায় ব্রহ্মচর্য সাধন শিক্ষা প্রতিষ্ঠান ঋষি বিদ্যাপীঠের আয়োজনে এ আলোচনা সভা ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বারোহাত চামুন্ডা কালী মন্দিরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য্য বিপিএম। এতে বিশেষ অতিথি ছিলেন ডিআইজির সহধর্মিণী মধুছন্দা ভট্টাচাৰ্য্য। গুরুতত্ত্ব বিষয়ক আলোচক করেন ঋষি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা নারায়ন চন্দ্র রায়। মানপত্র পাঠ করেন ঋষি বিদ্যাপীঠের বার্তা সম্পাদক আনন্দ কুমার রায়। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১শত ৫০জন সন্তানরা তাদের পিতা-মাতাকে পা ধুয়ে দেন এবং কপালে তিলক, চন্দন দিয়ে গলায় মালা পড়িয়ে দেন।