
জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির (এডহক কমিটি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মাদ্রাসার সুপার ও সদস্য সচিব মাওলানা রফিকুল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, এডহক কমিটির অভিভাবক সদস্য ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, প্রবীন মুরুব্বী হাজী তহুর আলী, শিক্ষিক প্রতিনিধি মাওলানা মো. হাসান আহমদ, অফিস সহকারী মাওলানা মো. ফারুক আহমদ প্রমূখ।
এডহক কমিটির প্রথম সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান মাদ্রাসারসহ সুপার মাওলানা কামাল হোসেনকে এমপিওভুক্ত করণসহ বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন।