
মাছরাঙা পাখির ভাবভঙ্গি দেখে খানিকটা হিংস্র মনে হলেও এরা শান্ত-স্বভাবের পাখি। অন্য জাতের পাখির সঙ্গে এরা সাধারণত ঝগড়া-বিবাদে লিপ্ত হয় না। নিজেরাও ঝগড়া-বিবাদ করে না। দেশের সর্বত্র দেখা যায়। জলাশয়ের আশপাশে ঘোরা ফেরা করে।
শিকারের আশায় এরা সূর্যটাকে পেছনে রেখে জলার ধারে চুপচাপ বসে থাকে। মাছের দেখা পেলে শূন্যে ডানা ঝাপটিয়ে ঝপাত্ করে পানিতে ঝাঁপিয়ে পড়ে। শিকার ঠোঁট দিয়ে চেপে ধরে পুনরায় একই স্থানে এসে বসে। জ্যান্ত মাছটাকে গাছের ডালে আছড়ে মেরে গিলে খায়।