
দারুণ! চমৎকার!! শিক্ষা আর প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে আমাদেরই শিক্ষার্থী ছেলে মেয়েরা নিজ পায়ে দাঁড়ানোর অদম্য বাসনায় মাঠে নেমেছে। অনলাইন পেইজ তৈরি করে চাহিদা সম্পন্ন পোশাক পরিচ্ছদের চমৎকার বাজার গড়ে তুলেছে তারা। দেশীয় পণ্যে আকর্ষনীয় ডিজাইন আর সীমিত লাভ-এই তিনটি মূল মন্ত্র নিয়ে স্বনির্ভরতার বাণিজ্য যাত্রা শুরু করেছে ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা। বাণিজ্য পেইজের নাম দিয়েছে অনন্যা পিরাণ। সীমিত পুঁজি নিয়েই যাত্রা করা পথে যুক্ত হয়েছে ৭/৮ জন ছাত্র ছাত্রী। চলতি পথে স্বনির্ভরতায় ইচ্ছুক আরো কাউকে যুক্ত করতেও তাদের আপত্তি নেই। শুরুতেই তারা গড়ে তুলছে নানা ডিজাইন ও পণ্য পছন্দকারীদের গ্রুপ। নতুন নতুন পণ্য সংগ্রহ করেই তা গ্রুপ সদস্যসহ পাবলিক প্লেসে জানান দেয়া হচ্ছে। আগ্রহীদের কাছে পছন্দের পণ্য পৌঁছে দেয়ার চমৎকার লিংকও গড়ে তুলেছে তারা। সাধারণ শিক্ষার্থীদের ব্যবসায়িক নেটওয়ার্ক। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এ শিক্ষার্থীদের অদম্য ইচ্ছা, তারা অধ্যায়নরত অবস্থাতেই স্বনির্ভর জীবনের সাধ পেতে চায়। নিজেদের উপার্জনে নিজেদের পথ চলার আনন্দ উপভোগ করার একান্ত বাসনা তাদের।
শিক্ষার্থী সন্তানদের এমন স্বনির্ভর কার্যক্রমে বেশি বেশি অংশ নেয়ার ব্যাপারে সবার উৎসাহমূলক সমর্থন থাকা জরুরি। তাদের অনলাইন নির্ভর বাণিজ্যিক নেটওয়ার্কের সফলতায় বদলে যেতে পারে শিক্ষার্থী স্বনির্ভরতার চিত্র। শিক্ষার্থী সন্তানদের গড়ে তোলা অনন্যা পিরাণের বৈশিষ্ঠ্য জানতে চাইলে উদ্যোক্তারা জানায়,
✅ অনন্যা পিরাণে অর্ডার করতে অগ্রীম এক টাকাও লাগে না। পন্য হাতে পেয়ে দেখে তারপর টাকা দেয়ার সুবিধা রয়েছে। ✅পোস্টে দেখানো ছবির সঙ্গে বা কথায় কোনো অমিল পেলে সাথে সাথেই পোশাকটি রিটার্ন করা যায়। ✅ প্রতিটি কম্বো এমনভাবে সাজানো যাতে ইউনিকনেস বজায় থাকে। ✅ যে কেউ চোখ বন্ধ করে কম্বোর উপরে বিশ্বাস রাখতে পারেন। ✅ কোনো ইলাস্ট্রেশন ইমেজ ব্যবহার করা হয় না, সব ছবিই নরমাল ফোনের ক্যামেরা দিয়ে স্বাভাবিক আলোতে তোলা। ✅ সব পোশাকের মাত্র একটা করেই ইউনিট আছে যেগুলো ফ্যাক্টরি থেকে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে বাছাই করে আনা হয়।
অর্ডার করাটাও খুবই সিম্পল, যে কেউ মোবাইল ফোনের মাধ্যমেও পছন্দের পোশাকটির অর্ডার দিতে পারেন।
১. পছন্দের প্রোডাক্টটির ছবি ফোনে সেভ করুন বা স্ক্রিনশট নিন। ২. অনন্যা পিরাণ এর ইনবক্সে ছবিটি সেন্ড করুন। ৩. আপনার ঠিকানা অর্থাত পুর্ণ নাম, পুর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার পাঠিয়ে দিলেই অর্ডার কমপ্লিট বলে গণ্য হলো।
এছাড়া অন্য যে কোনো তথ্যের জন্য ইনবক্স (https://www.facebook.com/anannapiran1142) করার সুবিধাও রয়েছে।
-আজিজুল ইসলাম যুবরাজ