
রফিকুল ইসলাম রাজু:- শিবগঞ্জ প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে পিতা।শুক্রবার (১৭ মার্চ)সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী কাগমারী গ্রামের জাহির উদ্দিনের ছেলে আলিম উদ্দিন(২৪) ও আহত জাহির উদ্দিন(৫৮)।
আহত জাহির উদ্দিন জানান, শুক্রবার বিকালে তিনি ও তার ছেলে মাঠে ধানের জমিতে কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি ফিরার পথে মুসলিমপুর চার রাস্তার মোড়ে পৌঁছালে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক সরাসরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ছেলে আলিম উদ্দিন নিহত হয়। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।