

আসাম প্রতিনিধি, সুজন চক্রবর্তীঃ
ভারতের আসামরাজ্যের বন্যা পরিস্থিতির পরবর্তী সময় শিলচর শহরকে ময়লা আর্বজনা মুক্ত করে তুলতে এগিয়ে আসলেন শিলচরের একটি সাংস্কৃতিক সংগঠন গণ সুর। শহরের বিভিন্ন এলাকা থেকে আর্বজনা পরিস্কার করে ঠিক যেন পুরসভার দায়িত্বই পালন করছে সংস্থা। খুব স্বাভাবিকভাবেই তাদের এই কাজের প্রশংসায় পঞ্চমুখ অনেকে। বিধ্বংসী বন্যায় এবার শিলচরের বেশির ভাগ অলিগলিতে জল প্রবেশ করেছে। আর এই বন্যায় জল এতো কম সময়ে ছড়িয়ে পড়েছে যে, অনেকেই নিজের ঘরের সামগ্রী সুরক্ষিত করে রাখতে পারেননি। ফলে বহু পরিবারে প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে ভিজে বিনষ্ট হয়েছে। বন্যা শেষ হলে ঘর পরিস্কার করার পর যে সব সামত্রী জমা করে রাখার জায়গাই নেই। ফলে অলিগলি সহ সমগ্র শিলচর জমা হচ্ছিল ঘরের পরিত্যক্ত আসবাবপত্র সামগ্রী। মানুষ নিরুপায় হয়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ির সামনে ফেলে দিচ্ছিলেন সব জিনিসপত্র। এই জমানো আর্বজনার স্তুপ শুধুমাত্র পুরসভার পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। একে রাস্তায় পরিসর কমে যাচ্ছিল, তারপর ও পচা দুর্গন্ধে রাস্তায় চলাচল দুর্বিষহ হয়ে উঠেছিল। এর থেকে নানাবিধ রোগেরও প্রাদুর্ভাব হচ্ছিল। এই দুর্গন্ধময় পরিবেশ থেকে জনসাধারণকে স্বস্তি দিতেই এগিয়ে এল গণ সুর। সংস্থার সদস্যরা সিদ্ধান্ত নিয়ে গত পাঁচদিন থেকে এক এক করে প্রতিটি গলিতে গিয়ে গাড়িতে সংগ্রহ করে এই আর্বজনা পরিস্কার করে যাচ্ছেন। সংস্থা এই আবর্জনা মেইন রোডের সামনে কিছু নিদিষ্ট জায়গায় ফেলছে এবং সেখানে থেকে পুরসভার গাড়ি নিয়ে যাচ্ছে। এই অভিযান আরও চলবে বলে সংস্থার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।