
স্টাফ রিপোর্টার, রাজশাহী :
রাজশাহীর পুঠিয়ায় আট বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামের মাতব্বররা অভিযুক্ত ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা ও জুতা পেটা করে। ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার (১৪ জুলাই) উপজেলার ভালুকগাছি ইউনিয়নের খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম অপির কারিগর (৪৫)। তিনি ওই গ্রামের মৃত কবির কারিগরের ছেলে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে , অভিযুক্ত অপির কারিগর সম্পর্কে ওই শিশুটির প্রতিবেশী চাচা। অপির শিশুটিকে খাবার জিনিসের প্রলোভন দিয়ে বাড়ির পাশে একটি কচু ক্ষেতে ডেকে নিয়ে যায়। শিশুটিকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি আমরা আইনগতভাবে যেতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার অনুসারিরা বাধা দেন। পরে তারা শুক্রবার রাতে চেয়ারম্যানের বাড়িতে সালিশ বসায়। সেখানে অভিযুক্তকে ৯০ হাজার টাকা জরিমানা করে। সে টাকা তারা ভাগ বাটােয়ারা করে নেয়।
ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা তাকবির হাসান বলেন, এটা একটা নরমাল বিষয়। তাই আমরা সামাজিক ভাবে সমাধান করেছি। বেশি কিছু হলে অভিযুক্ত ব্যক্তিকে থানা পুলিশে দিতাম। সালিশে কি রায় দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ৯০ হাজার টাকা জরিমানা ও জুতাপেটা করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তির ভাইকে দিয়ে জুতা মারা হয়। তিনি বলেন, যেহেতু ভুক্তভোগির পরিবার সচ্ছল তাই বিচারের জুড়িদের সিদ্ধান্ত মোতাবেক জরিমানার টাকা এলাকার এতিমখানা, মাদরাসা ও ক্লাব ঘরে বন্টন করে দেয়া হয়েছে।
পুঠিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।