
প্রিন্স এডওয়ার্ড মাংসাং, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৬ টি ল্যাপটপ চুরি হয়েছিল, সেখান থেকে ১২ ল্যাপটপ উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গত ২৪ ডিসেম্বর ২০২২ ইং দিবাগত রাতে ল্যাপটপ গুলি কে বা কারা চুরি করে নিয়ে যায়।
২৪ ডিসেম্বর অনলাইন মিটিং থাকায় ল্যাব এ গিয়ে দেখতে পায় সব ল্যাপটপ চুরি হয়ে গেছে। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পৌল মৃ বাদী হয়ে ২৬/১২/২০২২ ইং তারিখে মধুপুর থানায় মামলা করেন। মামলা নং – ১৬, (ধারা) ৪৫৪/৩৮০ পেনাল কোর্ডে রুজু করেন।
মামলার দায়িত্ব ভার পরে এসআই মোঃ হুমায়ূন কবিরের কাছে, সন্দেহভাজন বেশ অনেকেই ধরে নিয়ে জিগ্গাবাদ করেন এবং দুইজন সন্দেহভাজনকে জেল হাজতেও প্রেরণ নকরেন। তারপরও কোনো সুরাহা হয় না, যেহুতু এই চুরির ঘটনাটি খুবই চাঞ্চল্যকর তাই পরবর্তীতে টাঙ্গাইল পুলিশ সুপার – ডিবি পুলিশের চৌকস একটি টিমের কাছে মামলাটি হস্তান্তর করেন। ডিবি পুলিশের চৌকস দল এসআই মোঃ মনিরের নেতৃত্বে এবং এসআই মোঃ জাহাঙ্গীর সহযোগিতায় দির্ঘদিন বিভিন্ন জায়গা অভিযান চালিয়েও ব্যর্থ হচ্ছিলেন। পরবর্তীতে আসে সেই মাহেন্দ্র ক্ষণ রাতে প্রথম অভিযানটি চলানো হয় গাজীপুর কালিয়াকৈর থানা এলাকায় সেখান থেকে রাত ৮টার দিকে প্রধান আসামি রেজাউলকে গ্রেফতার করতে সক্ষম হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গৌরিপুরে থানা এলাকায় অভিযান চালিয়ে অমর সানি (২৫) পিতা মতিউর রহমান ও আবু সাইদ (২২) পিতা হাবিবুর রহমান উভয় সাং বোকাইনগর নয়াপাড়া এলাকা হতে রাত ৩ টার দিকে গ্রেফতার করা হয়, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি ল্যাপটপ, দ্বিতীয় অভিযানটি শোলাকুড়ীতে করলেও শরীফ শুভ থাকতো মধুপুরে, পরে মধুপুরে অভিযান চালিয়ে শরীফ শুভকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয় ২টি ল্যাপটপ মধুপুর মমিনপুরের কাউচি বাজার থেকে ১টি, মাওনা গাজীপুর থেকে উদ্ধার হয় ৬টি।
এই চুরির ঘটনায় প্রধান আসামি ভূটিয়া গ্রামের লাল মিয়া নালের ছেলে মোঃ রেজাউল করিমসহ মোট ৭জনকে গ্রেফতার করেছ টাঙ্গাইল ডিবি পুলিশ। পূর্বেও রেজাউলের এই ধরনের ঘটনার রেকর্ড আছে।
গত ৬ মার্চ সোমবার গ্রেফতারকৃত প্রধান আসামিসহ ৭জনকে আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ। বাকী ল্যাপটপ উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ইমরান এবং মুক্তার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।