
চঞ্চল খান, শ্রীপুর (গাজীপুর)ঃ
সিলেটে আকস্মিক বন্যার কারণে গোয়াইঘাটের প্রায় নয়টি ইউনিয়নের মানুষের ব্যপক ক্ষতি হয়েছে । পর্যটন কমে যাওয়ার কারণে অর্থনীতির চাকা ঘুরছেনা বলে এ অঞ্চলটির মানুষের করুণ চিত্র যেন এক অন্ধকারের প্রতিচ্ছবি । মিডিয়াতে এ অঞ্চলের খবর বেশি প্রকাশিত না হওয়ায় এখানে সহায়তাও পৌছেনি তেমন ।
শ্রীপুরের প্রশ্বাস টিম বন্যার্তদের সহায়তা করার জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগ নেয় । এতে যুক্ত হয় বিশ্বের মধ্যে অন্যতম স্বনামধন্য তৈরী পোষাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ, কয়েকটি বিদ্যালয় ও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান ।
পুরো ফান্ড নিয়ে প্রশ্বাস টিম ঈদের আগে ছুটে যায় সিলেটের জাফলংয়ে । সেখানে গ্রীন রিসোর্টে জমা হয় প্রায় পাঁচশতাধিক অসহায় মানুষ । তাদের কাছে জানা যায় তারা অনেকেই তিনবেলা খায়না অনেক দিন ধরে । শিশুরা এমনভাবে মলিন মুখে দাঁড়িয়ে ছিলো যেন মনে হচ্ছিলো তাদের মুখগুলো শুকিয়ে চৌচির হয়ে আছে !
প্রশ্বাস টিমকে সম্পূর্ণ সহযোগিতা করে জাফলং এর দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ । ট্যুরিস্ট পুলিশ এর অফিসার ইনচার্য মোঃ রতন শেখ বলেন আমরা মানবিক কাজকে এগিয়ে নিতে ত্রান কার্যক্রমকে সবচেয়ে বেশী গ্রহযোগ্যতা দিয়ে কাজ করে যাচ্ছি । রিসোর্টে যারা আসছে তাদের কাছ থেকে কোনো টাকা না নিয়ে তাদের ত্রানকে পৌছে দিতে চেষ্টা করছি ।
ত্রান নিতে আসা তৃতীয় লিঙ্গের একজন বলেন এ সহায়তা পেয়ে আমরা আনন্দিত এবং আমরা ঈদের দিন অন্তত কিছু খেয়ে ঈদ উদযাপন করতে পারবো ।
প্রশ্বাস টিমের পক্ষে প্রশ্বাস টিমের নির্বাহী কলাম লেখক ও পরিবেশবিদ সাঈদ চৌধুরী বলেন আমরা আমাদের কাজ, স্বদিচ্ছা এবং উদ্দেশ্যগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই । আমরা মানুষের সামান্য আনন্দ দিতে পারলেও তা হবে আমাদের বড় প্রাপ্তি ।