

সেচ্ছাসেবী ছাত্র সংগঠন ইউনিভার্সিটি অব স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (ঊষা) শিক্ষা নিয়ে কাজ করে থাকে। ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র সংগঠন ঊষা কর্তৃক
গাজীপুরের শ্রীপুরে ঈদ পুনর্মিলনী, শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১১জুলাই) সকাল ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঊষার সভাপতি সাজ্জাদ বাসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, তিস্তা সোলার লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক এম. রফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের এ আই জি মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. মোঃ শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির হিমু, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সাম্পাদক রিমন মাহফুজ প্রমুখ।
আলেচনা শেষে অতিথিরা ২০২২ সালের ঊষা বৃত্তি প্রাপ্ত ৫৬ জন শিক্ষার্থীর হাতে বই, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।