

গাজীপুর থেকে সংবাদদাতাঃ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তাকওয়া পরিবহনের বাসচাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত পোশাক শ্রমিকের নাম তাছলিমা আক্তার(৩৫)।
দুর্ঘটনাটি ঘটে ( ১৪ জুলাই )বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা রঙ্গিলা মোড়ে । এক সপ্তাহ আগে গাজীপুর মহানগরীতে এই পরিবহনের বাস থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়। পরে পুলিশ জানায়, বাস থেকে তাকে ফেলে দেয়া হয়েছিল।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম সবশেষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দুর্ঘটনায় নিহত ৩৫ বছর বয়সী তাছলিমা বেগমের বাড়ি নেত্রকোণা জেলার কমলাকান্দা থানার টেংরা গ্রামে। তিনি উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে রঙ্গিলা গুইলা পুকুর পাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কাজ করতেন স্থানীয় একটি পোশাক কারখানায়।ওসি জানান, রাত সাড়ে ৮টার দিকে রঙ্গীলা মোড়ে রাস্তা পারাপারের সময় তাছলিমাকে চাপা দেয় তাকওয়ার বাস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।উল্লেখ্যে এর আগে গত ৭ জুলাই গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় তাকওয়ার বাস থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। পুলিশ পরে ওই বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে। আদালতে তোলা হলে হেল্পার ওই যুবককে বাস থেকে ফেলে হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, ভাড়া নিয়ে বাগবিতণ্ডার কারণে ওই যাত্রীকে ধাক্কা দেয়া হয়।