

ইসমাইল মাহমুদঃ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দুইটি ইউনিয়নে ৪২৩৮ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৯ জুলাই) সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নে এবং দুপুর ১২টায় রাজঘাট ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকদির হোসেন, আশিদ্রোণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বুনার্জী, বিশিষ্ট ব্যবসায়ী ফুল মিয়া মহালদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল প্রমুখ।