

ইসমাইল মাহমুদ:
আগামী ২৭ জুলাই শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের উপ-নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন ৮নং কালিঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেশব বারই (তালা), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক পরিমল দাশ (বৈদ্যুতিক বাল্ব) এবং মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন আহমেদ (টিউবওয়েল)।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঈদের পরপরই শুরু করেছেন প্রচার-প্রচারণা। ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা প্রচার-প্রচারণা জোরদার করলেও এ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে তেমন উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে না।
উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে কেশব বারই এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। পরিমল দাশ ও মোহাম্মদ লিটন আহমেদ ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করে পরাজিত হয়েছিলেন।
মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের উপ-নির্বাচনে শ্রীমঙ্গল পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ২ লক্ষ ৩৭ হাজার ৫৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১ লক্ষ ২০ হাজার ৫৮৯ জন পুরুষ ও ১ লক্ষ ১৬ হাজার ৯৭০ জন মহিলা ভোটার রয়েছেন। ইতোমধ্যে ৮০টি ভোট কেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে। প্রস্তুত করা হচ্ছে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৫৭৯টি ভোটকক্ষ।
উল্লেখ্য, ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনধীর কুমার দেব চেয়ারম্যান, শ্রমিক লীগ নেতা প্রেমসাগর হাজরা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী ঘরাণার মিতালী দত্ত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ২০২১ সালের ২১ মে রনধীর কুমার দেব মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদ শুন্য হয়। শুন্য পদে উপ-নির্বাচনে স্বীয় পদ থেকে পদত্যাগ করে ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায়ের কাছে পরাজিত হন। তখন থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ শুন্য রয়েছে। এ শুন্য পদে আগামী ২৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।