
নিজস্ব প্রতিবেদক :
তিন দিকে গভীর অরণ্য, এক দিকে ভারত এর মাঝে ছোট একটি নিভৃত ও পাহাড়ি গ্রাম জাম্বুরাছড়া। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে পশ্চাদপদ গ্রামটিতে ইসলামি শিক্ষার প্রসারে গড়ে ওঠে দারুল উলুম মারকাযুসসুন্নাহ মাদরাসা। মাদরাসাটির বর্তমান বয়স মাত্র ছয় বছর। অল্পদিনেই প্রতিষ্ঠানটি পুরো উপজেলায় সাড়া জাগিয়েছে।
বুধবার (৮ মার্চ) সন্ধা ৭টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় মাদরাসা থেকে হিফজুল কুরআন সম্পন্নকারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। মাদরাসা মাঠে মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়া।
দারুল উলুম মারকাযুসসুন্নাহ শিক্ষক মাওলানা জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া বালক-বালিকা টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গফুর কবির, দৈনিক দেশবাংলা পত্রিকার স্পেশাল রিপোর্টার সাংবাদিক ও কলামিস্ট ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল
আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, লেখক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, সিন্দুরখান ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য তারেক আহমেদ, দারুন নাজাত ক্বওমি মাদরাসার পরিচালক মাওলানা শাফি উদ্দিন, শিক্ষাসচিব মুফতি ফাহিম আল হাসান বর্ণভী। বিশেষ অতিথি ছিলেন হাজী মুহাম্মদ আব্দুল কাদির জিলানী, মাওলানা মারুফ আহমেদ ভাগলপুরী এবং সিন্দুরখান বাজার ভাই ভাই ইলেক্ট্রনিক্স এর প্রোপাইটর মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল কাদের, হাফেজ মাওলানা সালমান আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা নোমান আহমদ, মাদরাসা কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ, মোস্তফা মিয়া, ইদ্রিস মিয়া, আব্দুর রহমান, আব্দুল হক, নূরুল আমীন প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসা থেকে হিফজ সম্পন্নকারী (হাফেজে কুরআন) ৮ জন শিক্ষার্থী এবং বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদসহ সম্মাননা স্মারক তুলে দেন আগত অতিথিবৃন্দ। এসময় মাদরাসার পক্ষ থেকে প্রকাশিত পবিত্র রমজানুল মোবারকের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে মাদরাসার আস সুন্নাহ ছাত্র সংসদের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষকতায় বিশেষ অবদান রাখায় মাদরাসার সকল শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদরাসার অভিভাবক রজব আলীসহ অনেকেই অভিব্যক্তি পেশ করেন। রাত ১০টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।