
সেন্ট্রাল ডেস্ক রিপোর্টঃ
শ্রীলঙ্কার মতো ঘটনা এ দেশে ঘটতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে এইচ এম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
উন্নয়ন কাজ অভ্যন্তরীণ ও বিদেশি ঋণে হচ্ছে বলে এ সময় দাবি করেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার মেগা প্রকল্পের নামে লুটপাট করছে। জাপার বন্ধু নয় আওয়ামী লীগ, বিএনপি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নিজের দলের আদর্শ প্রচার করুন। অন্য দলের জন্য দালালি করার জায়গা এটা নয়। দল ঐক্যবদ্ধ রাখতে হবে। মানুষ জাপায় আসে না কেন, মানুষ ভাবে তারা আওয়ামী লীগের দালালি করে কয়টি আসনের জন্য। তাদের সাথে থেকে, দু একটি আসন হয়তো পাওয়া যাবে। কিন্তু মনে রাখবেন এভাবে দল শেষ হয়ে যাবে।