
মির্জা হৃদয় সাগর জেলা প্রতিনিধি (নেত্রকোনা):
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৈলাটি ইউনিয়নের শ্যামপুর সেতু সংলগ্ন সড়কের ওপর এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । মঙ্গলবার (২৪ জানুয়ারি) এই অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে নেয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের লোকজন চলাফেরা ও অবস্থান করতে দেখেছেন। মঙ্গলবার বিকালে শ্যামপুর সেতু সংলগ্ন সড়কের ওপর ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। এলাকাবাসীরা এই মৃত বৃদ্ধকে চিনেন না, তাই স্থানীয়রা পুলিশকে খবর দেন।
কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন , স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত বৃদ্ধের লাশ পুলিশের হেফাজতে আনা হয়েছে । সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বুধবার (২৫ জানুয়ারি) সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে কলমাকান্দার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) জানান, রাতেই সংবাদ পেয়ে অজ্ঞাত নামা বৃদ্ধের লাশ শনাক্তের জন্য পিবিআই পুলিশ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।